১৯৯৯ সালে স্থাপিত প্রতিষ্ঠানটি শিক্ষক প্রশিক্ষণ ও স্নাতক (সম্মান) পর্যায়ে শিক্ষা বিস্তারে আজ এক স্বনামধন্য বিদ্যাপীঠে পরিণত হয়েছে। বি এড (১ বছর মেয়াদী) প্রশিক্ষণ, বি এড (সম্মান), আইসিটি, অটিজম ও বিভিন্ন ইন-হাউজ ট্রেনিং কার্যক্রম অত্যন্ত সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটিতে। করোনা ভাইরাস প্রতিরোধে কলেজ ক্যাম্পাসে জীবাণুনাশকরণের যথার্থ ব্যবস্থা গৃহীত হয়েছে। কোভিড-১৯ এর মত দুর্যোগকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত পথপরিক্রমায় অনলাইনে বি এড (১ বছর মেয়াদী) প্রশিক্ষণ ও বি এড (সম্মান) শ্রেণির নিয়মিত পাঠদান অব্যাহত রাখা হয়েছে। অনলাইনে ফেসবুক পেজ, জুম অ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষকগণ তাদের সৃজনশীল পাঠদান করে চলেছেন। জুম অ্যাপের মাধ্যমে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক মিটিং এবং সামাজিক দুরত্ব বজায় রেখে কলেজ অডিটোরিয়ামে কর্মকর্তা ও কর্মচারীদের ইন-হাউজ ট্রেনিং ইত্যাদি প্রতিষ্ঠানটির অতি সাম্প্রতিক কর্মকান্ড।
শিক্ষা-সফর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিক্ষক-অভিভাবক সভা, জাতীয় দিবস উদযাপন, দেয়ালিকা প্রকাশ, বার্ষিক প্রীতিভোজ, ঈদ-ই-মিলাদুন্নবী, সরস্বতী পূজা ইত্যাদি প্রতিষ্ঠানটিতে পরিচালিত কিছু নিয়মিত কার্যক্রম। এছাড়া প্রতিষ্ঠানটির অফিস সরকারি নির্দেশ মোতাবেক সর্বদা খোলা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক গৃহীত সর্বপ্রকার ডিজিটাল সেবা প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী ও অভিভাবকের নিকট পৌঁছে দিতে প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সকলে নিরলস কাজ করে যাচ্ছেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠান তথা দেশের কল্যাণে ব্রতী হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS