স্বাধীনতা পরবর্তী বরিশাল বাসীর অনেক দাবীর মধ্যে একটি উল্লেখযোগ্য দাবী ছিল এ জেলায় একটি ‘শিক্ষক প্রশিক্ষণ কলেজ’ প্রতিষ্ঠা করা। ১৯৯৩ খ্রিঃ, ০১ জানুয়ারি- প্রাচীন চন্দ্রদীপ রাজ্য, বৃহত্তর বাকেরগঞ্জ জেলা নিয়ে বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়। বিভাগ প্রতিষ্ঠার পরবর্তীতে এ বিভাগের শিক্ষক/জনতা ‘শিক্ষক প্রশিক্ষণ কলেজ’ এর দাবীতে আরো স্বোচ্ছার হয়ে উঠেন। এ অঞ্চলের শিক্ষক জনতা ‘শিক্ষক প্রশিক্ষণ কলেজ’ প্রতিষ্ঠার দাবীতে বেশকিছু কর্মসূচীও পালন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করেন। দক্ষিণ বঙ্গের শিক্ষকসমাজ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তাঁদের জোরালো দাবী তুলে ধরেন। অবশেষে দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান পার্বত্য শান্তিচুক্তির রুপকার জননেতা আবুল হাসনাত আবদুল্লা, এম পি, মহোদয়ের নেতৃত্বে এবং তাঁর একান্ত প্রচেষ্ঠায় ১৯৯৯ খ্রিঃ, ‘ সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ’ প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১১ জানুয়ারি,২০০১ খ্রিঃ আনুষ্ঠানিকভাবে কলেজের শুভ উদ্ভোদন করেন। এ কলেজের প্রথম অধ্যক্ষ/প্রকল্প পরিচালক ছিলেন ডঃ গোলান রসূল মিয়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS